প্রথমার্ধে হতাশা নিয়ে মাঠ ছাড়লেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা।
নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বুধবার (৩০ নভেম্বর) ম্যাচের ৪৯ মিনিট পর্যন্ত পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে একটি গোলের জন্য আলবিসেলেস্তেরা কতটা মরিয়া ছিল তা দেখেছেন নাইন সেভেন ফোর স্টেডিয়ামে উপস্থিত ফুটবল প্রেমীরা।
৬৬ শতাংশ সময় বল দখলে রেখে মেসিরা গোলের উদ্দেশে শট নেয় ১২টি। যার ৭টিই ছিল লক্ষ্য বরাবর। কিন্তু এক সেষ্ণি পোলিশ গোলবারে দাঁড়িয়ে নস্যাৎ করে দেন মেসিদের সকল প্রচেষ্টা।
বিপরীতে আক্রমণে লেভানদোভস্কিরা এতটাই অসহায় ছিল যে তারা মাত্র দুটি শট নেয়। যার একটিও ছিল না লক্ষ্যে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শট নেন লিওনেল মেসি। তবে তার নিচু শটটি চলে যায় ভয়চেখ সেষ্ণির হাতে।