টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন কোডি হাকপো। জাতীয় দলের হয়ে তিন বছরের গোলখরা কাটালেন ফ্রেঙ্কি ডি ইয়ং। হাকপো-ডি ইয়ং নৈপুণ্যে কাতারকে অনায়াসে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে নেদারল্যান্ডস। সেই সঙ্গে অন্য ম্যাচের ফল পক্ষে আসায় গ্রুপসেরাও হয়েছে তারা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) আল বাইত স্টেডিয়ামে সহজ সমীকরণ সামনে রেখেই নেমেছিল নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপের এই ম্যাচটিতে ড্র করলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যেতো ডাচদের। এদিন স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লুইস ফন গালের দল। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে কাতার টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আগেই। তবে শেষটা জয়ে রাঙানোর স্বপ্ন ছিল তাদের। কিন্তু সেই আশায় গুঁড়েবালি।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে কোনো পয়েন্ট না পেয়ে আসর শেষ করল তারা। কাতারের গোলপোস্ট বরাবর মুহুর্মুহু আক্রমণের মুখে ২৬ মিনিটের সময় গোল পায় নেদারল্যান্ডস। ক্লাসেনের অ্যাসিস্ট থেকে এই গোলটি করেন হাকপো। কাতার বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল, তার চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউই। তিন মিনিট পর আক্রমণে উঠে স্বাগতিকরা। কিন্তু তাদের নেয়া শট গ্লাভসবন্দি করেন ডাচ গোলরক্ষক নোপার্ট। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ডাচরা।
বিরতি থেকে ফিরেই জালের দেখা যায় তারা। ৪৯ মিনিটের সময় এ গোলটি করেন বার্সেলোনা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। ৬৯ মিনিটে আরও একটি গোল করেছিল তারা। কিন্তু অফসাইডের কারণে রেফারি সেই গোল বাতিল করে দেন।