হারলেই বিশ্বকাপ থেকে অনেকটা ছিটকে যাবে, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে কাতারের আহমদে বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়েলস এবং ইরান। ‘বি’ গ্রুপের ম্যাচটিতে দুই দলই পাল্লা দিয়ে লড়েছে। তবে প্রথমার্ধ শেষে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দেশ ইরান।
ম্যাচের প্রথমার্ধে এখন পর্যন্ত একবারই বল জালে জড়ানো সম্ভব হয়েছি। আর সেটি করতে পেরেছে ইরানিয়ানরা। তবে অফসাইডের ঝামেলায় বাতিল হয়ে যায় গোলটি। ফলে প্রথমার্ধ শেষে দুই দলই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে।
ম্যাচে বল দখলে গ্যারেথ বেলের ওয়েলস এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ইরানই। ওয়েলস ৬৬ শতাংশ বল দখলে রেখে ৪ বার আক্রমণে গিয়ে শট নিতে পেরেছে। অন্যদিকে ৩৪ শতাংশ বল দখলে থাকলেও ৫ বার আক্রমণে উঠেছিল ইরানিয়ানরা।
✪ আরও পড়ুন:
ম্যাচের শুরুতে অবশ্য আক্রমণের দিক দিয়ে এগিয়েই ছিলেন বেলের সতীর্থরা। তবে খেলার ১৬তম মিনিটে দারুণ এক আক্রমণে আজমাউনের অ্যাসিস্টে বল জালে জড়িয়ে ফেলেন ইরানের গোলিজাদেহ। উদযাপনও সেরে ফেলেন ইরানিয়ানরা। পরবর্তীতে অবশ্য ভিএআর প্রযুক্তিতে চেক করে গোল বাতিল করে রেফারি।
এরপর দুই দলই ভালো কিছু আক্রমণ করে, কিন্তু জালের দেখা আর পায়নি কেউই। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।