কাতারের জন্য স্থল সীমান্ত, আকাশ ও নৌপথ খুলে দিয়েছে সৌদি আরব। দেশটি প্রায় সাড়ে ৩ বছর পর অবশেষে কাতারের ওপর দীর্ঘ অবরোধ তুলে নিল সৌদি সরকার। দুই দেশের মধ্যস্থতাকারী কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি)-এর সম্মেলনের আগের দিন সোমবার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এ ঘোষণা আসল। আর জিসিসি সম্মেলনের আগে এমন পদক্ষেপ, অঞ্চলটির চলমান সমস্যা সমাধানের পথ উন্মুক্ত করতে পারে বলে আশা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী আহমদ নাসের আল-সাবাহ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক ঘোষণায় বলেন, ‘কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবে সৌদি আরব ও কাতারের মধ্যে স্থল, জল ও আকাশ সীমান্ত খুলে দেওয়ার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে।’
শুরুতেই স্থল সীমানা খুলে দেওয়া হয়। দুই দেশের কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেছেন। সবগুলো ইমিগ্রেশন কাউন্টারও খুলে দেওয়া হয়েছে। সীমান্ত খুলে দেয়ায় শুধু দুদেশের নাগরিকরা নয়, আনন্দে ভাসছে লাখো অভিবাসীরাও। ফলে উপসাগরীয় সংহতি পুনরুদ্ধারের আশা প্রকাশ করেছে আরব আমিরাত।
সৌদির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্ক, জিসিসি মহাসচিবসহ নানা আন্তর্জাতিক গোষ্ঠী।
উল্লেখ্য, ২০১৭ সালে সৌদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর এ চার দেশ কাতারের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করে এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদিতাকে সহযোগিতা এবং ইরানের সঙ্গে সম্পর্ক তৈরির অভিযোগ আনা হয় দোহার বিরুদ্ধে।
যদিও শুরু থেকে এ অভিযোগ অস্বীকার করে আসছে কাতার। দেশটির ভাষ্য, সম্পর্ক ছিন্ন করার মধ্যে কোনো ধরনের বৈধতা নেই।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরার্ড কুশনারের তৎপরতায় মধ্যপ্রাচ্যে এ রাজনৈতিক বিরোধের অবসান ঘটল। আজ মঙ্গলবার সৌদি আরবে শুরু হতে যাওয়া জিসিসি সম্মেলনে উপস্থিত থাকতে পারেন কুশনার। সেখানে তার উপস্থিতিতে সৌদি ও কাতারের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হবে।