পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে আজও ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। ১৮টি ফেরির মধ্যে দ্বিগুণেরও বেশি সময় নিয়ে গতকাল ২টি চললেও আজ ৬টি ফেরি চলছে। এতে দুর্ভোগ বাড়ছে যাত্রী ও চালকদের। তবে, ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পীডবোটে উত্তাল পদ্মানদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র স্রোতে। এতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দ্বিগুণেরও বেশি সময় নিয়ে ৪টি কে-টাইপ, ২টি রো রো ফেরি চলাচল করছে। এছাড়া পরীক্ষামূলকভাবে একটি ডাম্ব ফেরি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে গেছে। ডাম্ব ফেরিটি পদ্মার মোকাবেলা করতে পারলে আস্তে আস্তে বাকি ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ক’দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ ছোটবড় যানবাহন। এতে ঘাট এলাকায় ঘন্টার পর ঘণ্টা আটকা থেকে প্রচন্ড গরমে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই নৌরুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প নৌরুট হিসেবে পাটুরিয়া-দৌলদিয়া ফেরিঘাট ব্যবহার করার পরামর্শ বিআইডব্লিটিসি’র।