আন্তর্জাতিক ঘুম দিবস উপলক্ষে কর্মীদের ঐচ্ছিক ছুটি দিয়েছে ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি কোম্পানি। গতকাল শনিবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানায়।
প্রতিবেদনে জানা যায়, বেঙ্গালুরু-ভিত্তিক ওয়েকফিট নামের স্টার্ট-আপ কোম্পানির পক্ষ থেকে একটি ইমেল করে জানানো হয়, ‘আমরা ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত যে ওয়েকফিট তার সব কর্মীদের নিয়ে আন্তর্জাতিক ঘুম দিবস উদযাপন করবে।
ঘুম নিয়ে উৎসাহিত আমরা তাই ঘুমের দিনটিকে উত্সব হিসাবে বিবেচনা করেছি। যে কোনো কর্মী এইচআর পোর্টালের মাধ্যমে অন্য যে কোনো ছুটির মতো এইদিন ছুটি নিতে পারবেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সেই মেইলের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ওই কোম্পানির এক কর্মী। শুধু তাই নয় গত বছরের মে মাসে, ‘রাইট টু ন্যাপ নীতি’ ১৭ মার্চ ঘোষণা করে ওই কোম্পানি। এ নীতিতে কর্মীরা তাদের কাজের সময় ৩০ মিনিট ঘুমানোর সময় পাবে।
ওয়েকফিটের প্রধান চৈতন্য রামালিঙ্গগৌড়া জানান, তাদের সংস্থা কর্মীদের ঘুমের জন্যে দুপুর ২টা থেকে আড়াইটা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, তার সংস্থা অফিসে আরামদায়ক এবং শান্ত রুম তৈরির কাজ শুরু করছে।
এদিকে কোম্পানির এ পদক্ষেপে শুধু কর্মীরায় প্রশংসা করছেন তা নয় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।