এবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে ইতালিকে টপকে গেল বাংলাদেশ। সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে বিশ্বে পঞ্চদশ স্থানে উঠে এলো।
গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসে নতুন করে আরও ২ হাজার ৯৭৭ জন সংক্রমিত হওয়ায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪৯ হাজার ৬৫১ জনে।
এদিকে, ইতালিকে মারণ ভাইরাসে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৪৮ হাজার ৮০৩ জন। উল্লেখ্য এর আগে এশিয়ার দেশ হিসেবে সংক্রমণের নিরিখে ইতালিকে টপকে গিয়েছিল ভারত, ইরান, পাকিস্তান ও সৌদি আরব।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ মারণ ভাইরাসে প্রথমবারের মতো তিন আক্রান্তকে শনআক্ত করার পর থেকেই আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মাঝে নমুনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দেওয়ার ফলে কম শনাক্ত হলেও পরীক্ষার সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে শনাক্তের সংখ্যাও বেড়ে চলেছে।
প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, ‘গত ২৪ ঘন্টায় দেশে ১২ হাজার ৭০৮টি নমুনা নতুন করে পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত ১২ লক্ষ ২৫ হাজার ২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৯৭৭ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৬৫১ জনে। করোনার ছোবলে আরও প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এ নিয়ে দেশে মারণ ভাইরাসের বলি হলেন ৩ হাজার ৩০৬ জন।’
স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। যার ফলে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ২৫৩ জন। করোনায় আক্রান্ত হয়ে যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন মহিলা।’