স্পোর্টস ডেস্ক /S.H:
করোনা পজিটিভ পাওয়া গেছে শ্রীলঙ্কা থেকে ওয়ানডে খেলতে আসা তিন সদস্যের। আজ দুপুর একটায় শুরু হওয়া কথা ছিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে ম্যাচ কিন্তু শ্রীলঙ্কান দল করোনা আক্রান্ত হওয়া খেলা মাঠে গড়াবে নাকি তা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজ প্রথম ম্যাচ ছিল আজ দুপুর একটায়। কিন্তু লঙ্কান দলের দুই ক্রিকেটার ইসরু উদানা ও শিরান ফার্নান্ডোর করোনা আক্রান্ত তার সাথে রয়েছে বোলিং কোচ চামিন্দা ভাসও। বিসিবির বিশ্বস্ত সূত্র থেকে আরও জানা গেছে দ্বিতীয় পিসিআর টেস্টের জন্য লঙ্কান দল অপেক্ষা করছে। তিন ম্যাচের প্রথম ম্যাচ আজ ও দ্বিতীয় ম্যাচ ২৫ মে এবং তৃতীয় ম্যাচ ২৮ মে শুরু হওয়ার কথা। তামিমের অধিনায়কত্বে নিজেদের সেরাটা দিয়ে প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে জিতার স্বপ্ন দেখছে বাংলাদেশের টাইগাররা।