আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, মাত্র দু’দিন আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। আর করোনাভাইরাসের টিকা নেয়ার ৪৮ ঘন্টা পার না হতেই তিনি করোনা আক্রান্ত হলেন।
স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, পাকিস্তানে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ১৩৫ জন। মারা গিয়েছেন ১৩ হাজার ৭৯৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৭৬০ জন।