প্রাণঘাতী করোনার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে ৩০ বছরে এই প্রথম বিকল্প আয়োজনে হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয়নি এবারের পর্বটি। করোনাভাইরাসের কারণে পুরো পর্বটি সম্পাদনার টেবিলে বসে সেরেছেন হানিফ সংকেত।
তবে এবার সম্পূর্ণ ব্যতিক্রমী পরিকল্পনায় ঈদের ‘ইত্যাদি’ সাজিয়েছেন হানিফ সংকেত। যার শুরুতে ও শেষে রয়েছে একটি বিশেষ চমক। এ বিষয়ে হানিফ সংকেত জানান, ঈদ ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করা হয়েছে। যা যেকোনো নতুন পর্বের চেয়েও জমজমাট মনে হবে। দর্শক স্মৃতিকাতর হবেন নিশ্চিত।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে।