চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ মকবুল হোসেন আজ রবিবার (২৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।
মকবুল হোসেন জানান, আজ রবিবার মন্ত্রীর করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তার স্ত্রী’র করোনা টেস্টের ফলও নেগেটিভ এসেছে। তবে তথ্যমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন না।
এপিএস মকবুল আরো জানান, মন্ত্রী মহোদয় হয়তো আজকের মধ্যেই বাসায় ফিরবেন। করোনাকালীন প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাপ্তরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী। তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য, গত ১৬ অক্টোবর রাতে তথ্যমন্ত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। পিসিআর টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। সেদিন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও মন্ত্রণালয়ের নথিপত্র স্বাক্ষর অব্যাহত রেখেছিলেন তথ্যমন্ত্রী।