সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওরাঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে ধান কাটার জন্য শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় জমির ফসল ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।
এরই পরিপ্রেক্ষিতে চলতি বোরো মৌসুমে কৃষকরা যাতে সঠিক সময়ে জমির ধান কেটে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হচ্ছে।
এবার সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পেলেন কৃষকরা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের ২,১৯,৩০০ হেক্টর জমির বোরো ধান কাটার জন্য ৩৩ টি কম্বাইন হারভেস্টার মেশিন বরাদ্ধ পেয়েছে কৃষি বিভাগ। যার মধ্যে ১৬ টি ইতি মধ্যে মাঠে কাজ করছে।বাকি গুলা দ্রুত মাঠে নামবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।এ মেশিন দিয়ে দিনে ১৫ থেকে ২০ কানি জমির ধান কাটতে পারে যা শ্রমিকের পক্ষে সম্ভব না।আরও হারভেস্টার মেশিন সুনামগঞ্জে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সুনামগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মোহাম্মাদ সফর উদ্দিন। হওরে মেশিনে ধান কাঁটার কার্যক্রম তদারকি করছেন প্রশাসনের কর্মকর্তারা।