প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাতের আঁধারে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। একইসঙ্গে মানুষের স্বাস্থ্যের খবরও নিচ্ছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউপির ১ নম্বর ওয়ার্ডে কর্মহীন অসহায় ও গরিব ৫০০ জনের বাড়িতে নিজ হাতে এসব ত্রাণ পৌঁছে দেন প্রতিমন্ত্রী।
এ প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এ কারণে অসহায় হয়ে পড়েছে অনেক দিনমজুর, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় সবার জন্য কিছুটা হলেও নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। সবার উচিত এই সময় সরকারের নির্দেশনা মেনে চলা। তাহলেই করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো।
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ আরও বলেন, নির্বাচনী এলাকায় এ পর্যন্ত ২৫ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছানো হয়েছে। আগামী সাতদিনে আরো ২৫ হাজার মানুষকে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে ত্রাণ দেয়া হবে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএনও শিহাব উদ্দিন আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওসি মাজেদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জয় প্রমুখ।