যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৯৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর আগে শনিবার নিউইয়র্কে ৪ জন বাংলাদেশির মৃত্যু হয়।
রোববার (২৬ এপ্রিল) স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার ওই চার বাংলাদেশির মৃত্যু হয়। এরা হলেন- ফরিদ আহমেদ ছাইদুল, মিজানুর রহমান, বাবলী নেওয়াজ ও মহিউদ্দিন।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ হাজার ৩৩২ জনের প্রাণহানি হয়েছে। তবে একই দিনে সুস্থের সংখ্যাও বেড়েছে। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছে ১ লাখেরও বেশি মানুষ।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো’র তথ্য অনুযায়ী, রাজ্যে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজারেরও বেশি। আর করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৫৯০ জনের।
এদিকে আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, মহামারি এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫৪ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন।