ফ্রান্সের চার্লস ডি গলে নামের বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিকের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই প্রায় দুই হাজার নাবিক নিয়ে সমুদ্রে ছিল এ রণতরীটি।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ খবর জানিয়েছে রয়টার্স।
বুধবার দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মোট নাবিকদের এক তৃতীয়াংশ অর্থাৎ ৬৬৮ জন নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
এর আগে, বাল্টিক সাগরে এক নৌ মহড়ায় অংশ নিয়েছিল শার্ল দ্য গল। সেখানেই ৪০ নাবিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই ফ্রান্সে ফিরে আসে জাহাজটি। তখনই অবশিষ্ট নাবিকদের পরীক্ষার জন্য বিমানযোগে একটি দলকে শার্ল দ্য গলে পাঠানো হয়।
বর্তমানে ওই রণতরীর সকল নাবিক এবং যুদ্ধবিমানের সকল পাইলটকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, জানুয়ারির ২১ তারিখ শার্ল দ্য গল পূর্ব মেডিটেরিয়ান সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইরাক ও সিরিয়ায় ইসলামি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযানকে শক্তিশালী করতেই ওই রণতরী পাঠিয়েছিল ফ্রান্সের কর্তৃপক্ষ। সূত্রঃআল জাজিরা।