দেশে একদিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হওয়ায় দেশে আক্রান্ত বেড়ে ৯ হাজার ৪৫৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আরও দুই জন আক্রান্তের মৃত্যু হয়েছে। এদের নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ১৭৭ জন।
রোববার (৩ মে) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য নিয়ে বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৬৬৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। বাংলাদেশে করোনা শনাক্তের পর এটি একদিন সর্বোচ্চ আক্রান্ত। একই সময়ে আরও দুইজন করোনায় মারা যাওয়ায় এই সংখ্যাটা ১৭৭ জন।
মৃতদের মধ্যে একজন শিশু ও অন্যজনের বয়স ৬০ বছরের বেশি। দুজনের একজন রংপুর ও অন্যজন নারায়ণগঞ্জের বাসিন্দা বলেও জানান তিনি।
এদিকে রোববার (০৩ মে) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজারের বেশি মানুষ নতুন করে করোনার শিকার হয়েছেন। যাতে সংক্রমিতের সংখ্যা ৩৪ লাখ ৮১ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন আরও ৫ হাজার ২১৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৬৩ জনে। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ লাখ ২১ হাজার ৪৯৯ জন।