হংকংয়ে পাতাল রেল স্টেশন ও ট্রেন জীবাণুমুক্ত করছে রোবট।
হংকংয়ে প্রতিদিন কয়েক মিলিয়ন মানুষ পাতাল রেল ব্যবহার করে। করোনাভাইরাস
ছড়িয়ে পড়ার এই মুহূর্তে সে কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
জানা গেছে, পাতাল রেল থেকে শুরু করে স্টেশন এবং করোনাভাইরাসে আক্রান্ত
রোগীদের রাখা কোয়ারেনটাইন সেন্টারে জীবাণুমুক্ত করার জন্য রোবট ‘মোতায়েন’ করা হয়েছে।
রোবটগুলো দেখতে অনেকটা ছোট আকারের চাকা লাগানো ফ্রিজের মতো। এসব রোবট ট্রেনের কামরার ভেতরে এবং স্টেশন গুলোতে জীবাণুনাশক ছিঁটিয়ে দিচ্ছে। এরা মানুষ যেসব স্থানে হাত দিয়ে পরিষ্কার করতে পারে না, সেই জায়গায় জীবাণুনাশক ছিঁটিয়ে দিতে পারে। এরকম প্রতি রোবটের দাম এক লাখ ২৯ হাজার ডলার।