চীন একটানা অষ্টম দিনের মতো নতুন কোন কোভিড -১৯ এ মৃত্যুর খবর পাওয়া যায়নি। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৪,৬৩২ জনের মৃত্যু হয়েছে। এবং এই সংখ্যা গত ৮দিনে বদলায়নি।
দেশটিতে গতকাল নতুন করে ১০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। এর আগেরদিন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ জন।
বিদেশ থেকে আসা যাত্রীদের সংখ্যাও আগের চাইতে কমে এসেছে। চীন অ্যাসিম্পটোম্যাটিক রোগী অর্থাৎ যারা এই ভাইরাসে সংক্রমিত কিন্তু কোন লক্ষণ নেই, তাদের সংখ্যা আলাদাভাবে গণনা করছে। সেই সংখ্যাও হ্রাস পেয়েছে বলে জানা গেছে।
পরশু দিন এই অ্যাসিম্পটোম্যাটিক রোগীর সংখ্যা ছিল ৪২। গতকাল সেটা নেমে ২৭-এ দাঁড়িয়েছে। চীনের ভাইরাসের এই তথ্য যাচাই করা বেশ কঠিন এবং কিছু পর্যবেক্ষক তাদের এই তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
ওই পর্যবেক্ষকদের দাবি, বেইজিং তাদের করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে, এটা বোঝাতে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।