চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, তার স্ত্রী, পরিবারের সদস্য, গৃহকর্মীসহ মোট ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরীর লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজেটিভ।
গতকাল বুধবার (১০ জুন) রাত ১টায় ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।এ সাংসদ পরিবারসহ বুধবার চট্টগ্রামে ১০৮ জনের শরীরের সংক্রমণ পাওয়া গেছে করোনারভাইরাসের। যার তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ জানান, “আমাদের পরিবারের সকলেই আক্রান্ত হয়েছি। তবে কারও বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমরা বাসায় আইসোলেশনে আছি।”
মোছলেম উদ্দিনের স্ত্রী ছাড়াও তাদের দুই মেয়ে, এক জামাতা, তিন নাতি এবং দুই গৃহকর্মী রয়েছেন আক্রান্তদের মধ্যে।
উল্লেখ্য, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে বুধবার সর্বমোট ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ আসে। এদের সকলেই নগরীর বাসিন্দা। যাদের মধ্যে সাংসদ সদস্যসহ তার পরিবারের ১০ জন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক সদস্য, চিকিৎসক রয়েছেন।