করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে স্থবিরতা বিরাজ করছে বিশ্বের ক্রীড়াঙ্গনে। এবার মহামারি এই ভাইরাসের কারণে আাগামী মাসের জিম্বাবুয়ের সফর স্থগিত করল ক্রিকেট আয়ারল্যান্ড।
সোমবার (১৬ মার্চ) রাতে এমন খবর নিশ্চিত করেছেন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান। আসন্ন জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলার সূচি ছিল আইরিশদের।
আগামী ১ এপ্রিল থেকে টি-টুয়েন্টি ও ৮ এপ্রিল থেকে ওয়ানডে সিরিজ শুরুর সূচি ছিল। কিন্তু দুই বোর্ডের সম্মতিতে আসন্ন সফরটি স্থগিত হয়।
যৌথভাবে এক বিবৃতি দিয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা জানায়, ‘খেলোয়াড়, স্টাফ ও সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই পদক্ষেপের প্রয়োজন ছিল।’
এ দিকে করোনা ভাইরাসের কারণে আগামী ৬০ দিনের জন্য নিজ দেশে সব ধরনের ক্রিকেট বন্ধ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (১৭ মার্চ) ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি।
আগের দিন বাংলাদেশের সফর স্থগিতের পাশাপাশি ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্টও অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় তারা।