দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের (কভিড-১৯) কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে জানিয়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার (১৩ এপ্রিল) দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো- ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা।
অনেক জায়গায় লোকজন লকডাউন মানছেন না অভিযোগ করে তিনি বলেন, হাটবাজারে এখনো অনেক জটলা দেখা যায়।
এ সময় লকডাউন আরও কড়াকড়ি আরোপের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান জাহিদ মালেক।
দেশে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা তুলে ধরে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮২ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছেন আরও পাঁচজন।
একদিনে আক্রান্তের এই সংখ্যা এই যাবৎ সর্বোচ্চ। এর আগে রবিবার দেশে সর্বোচ্চ ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বাধিক ছয়জনের মৃত্যু হয়েছিল ১০ এপ্রিল।
উল্লেখ্য, দেশের অর্ধেকেরও বেশি এলাকা এখন করোনাভাইরাসে আক্রান্ত। মোট ৬৪ জেলার মধ্যে রবিবার পর্যন্ত ৩৮ জেলায় রোগী পাওয়া গেছে।