ডিবিএন ডেস্কঃ পঞ্চগড়ের করতোয়ায় নৌকাডুবির দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। তাদের মধ্যে ৪৪ জনের বাড়ি বোদা উপজেলায়। এখনো আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে করতোয়া নদীর আউলিয়া ঘাটসহ বিভিন্ন নদীতে উদ্ধার কাজ চলছে। তবে আজ কারও মরদেহ পাওয়া যায়নি।
ঘটনার দিন রোববার উদ্ধার হয়েছিল ২৪টি লাশ। গতকাল সোমবার উদ্ধার করা হয় ২৬টি লাশ। এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২১ শিশু, ৩০ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ঘটনার দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকিদের লাশ মাড়েয়া আউলিয়ার ঘাট, দেবীগঞ্জ করতোয়া সেতু ও দিনাজপুরের খানসামা সেতু এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। নিহতদের সৎকারের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দিয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
পঞ্চগড়ে নৌকাডুবির মতো দুর্ঘটনা আগে কখনো হয়নি। অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায় উঠে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আরেকটু সচেতন হলে এমন দুর্ঘটনা হতো না বলে মনে করছে প্রশাসন ও ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, গত রোববার মহালয়া উপলক্ষে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে ডুবে যায় অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি।