তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ইন্টারন্যাশনাল মণিপুরী এসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চ্যাপ্টারের এক মতবিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল মণিপুরী এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি মনি আবুজম।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারীদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন, উন্নয়ন কার্যক্রম ও সাংস্কৃতিক বিনিময়ে ইমা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আন্তর্জাতিকভাবে মনিপুরীদের সঠিক ও প্রকৃত ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে ইমা’র যথাযথ সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ মনিপুরী সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক ওইনাম রমেন্দ্র সিংহের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকর্মী উপেন্দ্র সিংহ, নলিনী কুমার সিংহ, খোমদ্রাম ধীরেন্দ্র সিংহ, য়ুম্নাম চাউবা, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ (শ্যামল), মণিপুরী কালচারাল কমপ্লেক্স বাংলাদেশের সদস্য সচিব রবিকিরণ সিংহ রাজেশ, মণিপুরী সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক নারেংবম সমরজিৎ, মণিপুরী কাং ফেডারেশনের সহ-সম্পাদক অশোক মীতৈ, কবি-সমাজকর্মী অওয়াংতাবম সমরেন্দ্র, হৈরোল ফাউন্ডেশনের পরিচালক কন্থৌজম শিল্পী, মণিপুরী ভাষা স্কুলের শিক্ষিকা বৃন্দারানী দেবী, নীলকুমার সিংহ, হামোম দ্বিজেন, কৈশাম কাজল প্রমুখ।
উপস্থিত বক্তাদের মতে ইমা সহযোগিতা ও প্রচেষ্টায় অনেক দুর এগিয়ে নিতে সক্ষম।