ভারতের জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধীর কনসার্টে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। কেরালায় প্রিয় শিল্পীর গান শুনতে গিয়ে পদদলিত হয়ে চার শিক্ষার্থী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
গণমাধ্যমটি জানিয়েছে, কনসার্ট চলার সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে অন্তত ৬০ ব্যক্তি আহত হয়েছেন।
এ দিন কোচি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ও টেকনোলজি বিভাগের উৎসব চলছিল। সেখানেই গান গাইতে যান নিকিতা। গান শুনতে প্রচুর শিক্ষার্থী হাজির হয়েছলেন। একসময় তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। আর বেশ কয়েকজন পদপিষ্ট হন। ঘটনায় যে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে দুজন মেয়ে ও দুজন ছেলে বলেই খবর।
ভিড়ের মধ্যে নাকি অন্তত ১৫ জন পড়ুয়া জ্ঞান হারিয়েছেন! কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, আহত পড়ুয়াদের কাছের কালামাসেরি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
আর এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ নিকিতা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন এই গায়িকা।
সোশ্যাল মিডিয়ায় নিকিতা লেখেন, কোচিতে যা হলো, সেটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমি বিধ্বস্ত ও শোকস্তব্ধ। আমার পারফরম্যান্সের জন্য গন্তব্যে পৌঁছনোর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এই দুঃখ বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। মৃত শিক্ষার্থীদের পরিবারের জন্য প্রার্থনা করছি।
স্থানীয় প্রশাসন সূত্র হতে জানা যায়, অডিটোরিয়ামে ঢোকা ও বেরোনোর জন্য একটাই দরজা ছিল। আচমকাই বৃষ্টি নামে। আর সেই একটি গেট দিয়ে তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করতে গিয়েই মূলত এমন ভয়ানক ঘটনা ঘটে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা ছাড়াও নাকি নিকিতার গান শুনতে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। আর এতেই শুরু হয় বিশৃঙ্খলা।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম