কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আজ শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। এর আগে একই স্থানে ২৪ মে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ১৩ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
এর আগে, একই স্থানে গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে প্রায় ২৫০টি বসতবাড়ি, দোকানপাট এবং অন্যান্য কেন্দ্র পুড়ে যায়।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১২ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি