ওয়ার্কশপ খাতে ভ্যাট প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ সোমবার (২০ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেওয়া হয়।
এনবিআর জানায়, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে ওয়ার্কশপ খাতে ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সেটি আবারও আগের হারে ফিরিয়ে নেয়া হচ্ছে। অর্থাৎ ওয়ার্কশপে ভ্যাট ১০ শতাংশই থাকছে।
এ বিষয়ে সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কসপ কারখানা পরিচালিত হয় ক্ষুদ্র উদ্যোক্তদের মাধ্যমে। যাদের আছে স্বল্প পুঁজি, লেখাপড়া কম এবং যারা সমাজে পিছিয়ে পড়া তরুণ ও অর্ধশিক্ষিত বেকার যুবক। তাদের পক্ষে হিসাব নিকাশ করে ভ্যাট দেওয়া সম্ভব নয়। অটোমোবাইল ওয়ার্কশপ মালিকরা অন্যের জায়গা ভাড়া নিয়ে গাড়ি মেরামত করেন। অথচ জায়গার মালিকের ওপর ভ্যাট নির্ধারণ না করে ওয়ার্কশপ মালিকদের ওপর ভ্যাট চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল ভ্যাট প্রত্যাহার করে ৫ শতাংশ করা।
এর আগে, রেস্তোরাঁ সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেছে এনবিআর। পাশাপাশি তৈরি পোশাক ও মিষ্টি, নন-এসি হোটেল এবং ওষুধ ও মোবাইল খাতের ওপর ভ্যাট কমানোতে রাজি এনবিআর।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম