আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেছে টাইগাররা।
গতকাল সোমবার (১১ নভেম্বর) আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এলো বদল। এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।
এদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দল জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পেছনে (১৩ নম্বরে) আছে।
আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:২৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি