ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের নামের পাশে ছিল ২৯৬ উইকেট। এ সিরিজের তার সামনে সুযোগ ছিল প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার। আর সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন টাইগারদের টেস্ট অধিনায়ক।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে একে একে ইংল্যান্ডের চার ক্রিকেটারকে ফিরিয়ে ৩০০ উইকেটের পাশে নাম লেখান সাকিব। একে একে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট, চারে নামা জেমস ভিন্স, জেসন রয় ও রেহান আহমেদকে ফেরান এই টাইগার অলরাউন্ডার। এই মাইলফলক ছুঁতে ২২৭ ম্যাচ খেলেছেন সাকিব।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাঁহাতি স্পিনার হিসেবে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব। এর আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া ৪৪৫ ম্যাচ খেলে ৩২৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া ২৯৫ ম্যাচ খেলে ৩০৫ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।