ওমরাহ করতে কাবা শরীফে যাওয়া নারীরা কেমন পোশাক পরবেন তা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে,ওমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে। নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।
প্রসঙ্গত, হজের সময় ছাড়া যে কোনো সময় সৌদি আরবে ওমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় ওমরাহ করতে দেশটিতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে ওমরাহ’র মৌসুম হিসেবে বলা হয়। হজের পরপরই এই মৌসুম শুরু হয়।
উল্লেখ্য, ইতোমধ্যে চলতি বছরের ওমরাহ মৌসুম শুরু হয়ে গেছে। সৌদি আরবের প্রত্যাশা এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ করতে ১ কোটির বেশি মুসল্লি মক্কায় যাবে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে সৌদি সরকার।
*** আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৭ | শনিবার ***
ডিবিএন/এসই/ এমআরবি