মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বৃষ্টি নিয়ে নানা কবিতা, গল্প আর গান থাকলেও কিছু ক্ষেত্রে তার বাস্তবতা হয় ভিন্ন। যেমন কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে অল্প বৃষ্টিতেই হয় বন্যার মতো জলাবদ্ধতা। তাই এ এলাকায় বর্ষার আগেই জলাবদ্ধতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ দৃশ্য দেখে মনে হয় এটি কোনো সড়ক নয়, যেন খাল।
পরিকল্পিত সড়ক ও বাড়ি নির্মাণ এবং পানি নিষ্কাষণের জন্য কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকাই এই জলাবদ্ধতার মূল কারণ। অল্প বৃষ্টিতে কোম্পানীগঞ্জ বাজারের যাতায়াতের একমাত্র রাস্তায় পানি জমে কাঁদায় সৃষ্টি হওয়ায় লোকজনের চলাচলে বিঘ্ন ঘটছে। এতে কয়েক হাজার লোকের দুর্ভোগ চরমে। সামনে আসছে বর্ষাকাল। যদি পরিকল্পিত ভাবে বাজারের ড্রেইনের কাজ না করা হয় তাহলে আগামীতে ভয়াবহ রূপ নিবে বলে এলাকাবাসীর ধারণা।
কোম্পানীগঞ্জ বাজারে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা বর্ষা আসার আগেই এখন নিত্যদিনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে এ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরে।
জলাবদ্ধতার প্রথম কারণ হিসেবে সংকীর্ন ড্রেনেজ ব্যাবস্থাকে দায়ী করা হচ্ছে। কোম্পানীগঞ্জ বাজারটি গোমতী নদীর তীরে হওয়া সত্ত্বেও পানি নিষ্কাশনে ভূমিকা রাখছে না । কারন পানি নিষ্কাশনের সকল পথ বন্ধ হয়ে আছে।
আর দ্বিতীয়ত কোম্পানীগঞ্জ খালটি ভরাট করে দোকান নির্মাণের ফলে বৃষ্টির পানি জমা হয়ে ড্রেন উপচে রাস্তাঘাট তলিয়ে যায়।
এ ব্যাপারে এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানিয়েছেন।