প্রদীপ কুমার দেবনাথ, নরসিংদী জেলা প্রতিনিধি : ‘বাংলাদেশ শিক্ষক সমিতি – নজরুল’ এর কর্ণধার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিঁয়াজো ফোরামের মুখপাত্র জনাব নজরুল ইসলাম রনি বলেন,’ কোন আন্দোলনই বিচ্ছিন্ন ভাবে সম্পন্ন হয়না, সফল হওয়া যায়না। সফল হতে চাই ঐক্যবদ্ধ আন্দোলন। সকলে ঐক্যবদ্ধ হউন, আমি জাতীয়করণ এনে দিব। আপনারা আমার অক্সিজেন। আপনারা এক হউন – জাতীয়করণ সময়ের ব্যাপার মাত্র।’
তিনি গতকাল ‘বাংলাদেশ শিক্ষক সমিতি – নজরুল’ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত এক জুম মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উল্লেখ্য ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ নরসিংদী জেলা শাখা পুরাতন কমিটির নবায়ন, জাতীয়করণের জন্য রাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা, সফল না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর আলোচনা করতে জুম মিটিংয়ের আয়োজন করে।
আলোচনায় কেন্দ্রীয় সভাপতি ছাড়াও, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মেসবাহুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আমির হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রদীপ কুমার দেবনাথ, বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলার নেতা – মো. আমীনুল কবির, হুমায়ুন কবির, মো. তাওহীদুল ইসলাম, মোক্তার হোসেন, মো. জাকির হোসেন, মো. মোস্তফা কামাল, মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়া, মো. মনিরুজ্জামান, মো. আব্দুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় এই করোনাকালেও কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম রনি স্যারের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং জাতীয়করণের আন্দোলনে সভাপতির প্রতি তাদের পূর্ণ আস্থা আছে বলে জানান। তারা নজরুল ইসলাম রনি স্যারের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবেন বলে অঙ্গীকার করেন এবং সংগঠন প্রদত্ত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন বলে জানান।