শনিবার দেশটির গণমাধ্যম দ্য স্টার অনলাইন এসব তথ্য জানায়। গত বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশটিতে ৪২ হাজার ৪৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ডেঙ্গুর কারণে ৭০ জনের মৃত্যু হয়।
গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটি আরও বলা হয়, এর আগে ২০১৫ সালে দেশটিতে এক লাখ ২০ হাজার ৮৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ডেঙ্গুর কারণে ৩৩৬ জনের মৃত্যু হয়।
দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী লি বুন চে আশঙ্কা করছেন, বছর শেষে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দেড় লাখ হয়ে যাবে। প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তিনি বলেন, ডেঙ্গু যেন দেশব্যাপী ছড়িয়ে না পড়ে সেজন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব পদ্ধতির মধ্যে আছে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা ও ধোঁয়া ছিটানো।
তিনি আরও বলেন, ফিলিপিন্সে ডেঙ্গুতে আক্রান্তদের চিকিৎসার জন্য ডেঙ্গু ভাইরাসের ভ্যাকসিন ব্যবহার করা হয়েছিল কিন্তু এরপরও মৃতের সংখ্যা বাড়ায় তা প্রত্যাহার করা হয়েছে।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় অব্যাহতভাবে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তদের অবস্থা সম্পর্কে অবগত হচ্ছে। এক্ষেত্রে কাজ করছে প্রতিটি জেলার স্বাস্থ্য দপ্তর।