স্পোর্টস ডেস্কঃ ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে এবার একাই ৫গোল করে রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। গত সপ্তাহে ইতালির বিপক্ষে দারুণ খেলেও গোল পাননি তিনি। তবে এস্তোনিয়ার বিপক্ষে এবার আর আক্ষেপে পুড়তে হয়নি তাকে। তার চোখ ধাঁধানো নৈপুণ্যে সহজ প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা আর সেই সঙ্গে মেসি নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।
গতকাল রবিবার (৫ জুন) রাতে স্পেনের নাভারেতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে মেসির শিষ্যরা। লড়াইয়ের প্রথমার্ধে ২ টি এবং দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে তার গোলসংখ্যা বেড়ে হলো ৮৬।
পুরো ম্যাচে ৭৯ ভাগ বল দখল ও প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। আর চারটি শট নিতে সক্ষম হয় এস্তোনিয়া।
উল্লেখ্য, এস্তোনিয়ার বিপক্ষে ৭৬ মিনিটে মেসি করেছেন ৫ গোল। অথচ পিএসজির জার্সিতে পুরো এক মৌসুমে ২৬ ম্যাচে তিনি করেছেন ৬ গোল। জাতীয় দলের জার্সিতে মেসির দুর্দান্ত ফর্মের কারণেই এবার বিশ্বকাপে সাফল্যের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত রইল ২ বারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাইয়ের পর আর কোনো ম্যাচ হারেনি এই দল।