নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) আর দুই দিন বাধেই ১৪ ফেব্রুয়ারি,বিশ্ব ভালোবাসা দিবস।অন্যান্য দেশের মত বাংলাদেশে ও শুরু হয়েছে নানান রকম প্রস্তুতি।হোটেল, রেস্তোরাঁ, শপগুলো নানা রংয়ে সেজে উঠেছে।
কপোত কপোতীরা ব্যাস্ত নানা পরিকল্পনায়।ভালোবাসার মানুষের সাথে বিশেষ দিনটি পালন করার পরিকল্পনা আপনার ও আছে। তবে একটু সাবধান। এই ভালোবাসা দিবস পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ঝামেলায় পরতে হচ্ছে অনককেই।
হোন আপনারা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা। ১৪ ফেব্রুয়ারি ঘুরতে যাওয়ার জায়গাটা যেন হয় নিরাপদ তাই আমাদের কথা গুলো একটু লক্ষ্য করুন
১৷ বেড়াতে যাওয়ার জায়গা এমন জায়গায় নির্বাচন করুন যেখানে বিপদের কোন আসংখা না থাকে।নিরিবিলি কোন জায়গায় গিয়ে বিপদে পড়া হতে নিজেকে রক্ষা করুন।এই বিশেষ দিনটিকে ঘিরে আপনার মত চিনতাই কারীরা ও ওত পেতে অপেক্ষা করছে কবে আসবে এই দিন আর কখন আপনারা যাবেন নির্জন কোন জায়গায়। তবে হ্যা রিসোর্টে যাওয়ার ব্যাপারে ও থাকবেন একটু সর্তক। ভুল জায়গায় গিয়ে লাঞ্চিত হওয়া থেকে নিজেকে রক্ষা করুন।
২৷ নিজে সর্তক থাকুন সাথে সাথে আপনার মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি এমনকি আপনার সঙ্গীকেও সেইফ রাখুন। কারন ভিরের মধ্যে অনেকেই এর অপেক্ষায় থাকবে,এমনকি আপনার সঙ্গীনিকে ও ভিরের মধ্যে লাঞ্চনা করতে পারে বখাটেরা।তাই সবদিক আপনাকেই লক্ষ্য রাখতে হবে।
৩৷ খেতে গেলে খাবারের মূল্য নির্ধারিত রোস্তোরাঁয় যান।কারন সস্তা দামের হোটেল গুলো ও আপনাদের অপেক্ষায় আছে সুযোগ পেলে তিন চার গুন দাম বাড়িয়ে নিবে আপনার থেকে।
তাই সাবধান ১৪ ই ফেব্রুয়ারি যা করবেন তা আগেই ভেবে চিন্তা করে করবেন।
সব শেষ হওয়ার পর ভেবে কোন লাভ হবে না।