স্পোর্টস ডেস্কঃ আজ শনিবার (২০ আগস্ট) থেকে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ডানহাতি পেসার হাসান মাহমুদ। সে ক্ষেত্রে হাসানের এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বলে বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তখন জানানো হয়েছিল, এমআরআই রিপোর্ট শেষে জানানো হবে হাসান মাহমুদের এশিয়া কাপ ভবিষ্যৎ নিয়ে। তবে এটুক নিশ্চিত ছিল প্রস্তুতি ম্যাচে খেলবেন না এই পেসার। এদিন অনুশীলনের পর টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন হাসান। যদিও অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করা হবে এমআরআই শেষে।
এশিয়া কাপ ঘিরে বাংলাদেশ দলের চোট পাওয়া ক্রিকেটারের সংখ্যা যেন বেড়েই চলছে। লিটন দাস, ইয়াসির রাব্বীর পর এবার ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ। সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন হাসান মাহমুদ, শেখ মাহেদী। এই সময় ফিল্ডিং অনুশীলন করার সময়ে আচমকা ডান পায়ের গোড়ালিতে চোট পান হাসান। সঙ্গে সঙ্গে ফুলেও যায় ব্যথা পাওয়া অংশ। অন্যদিকে, শেখ মাহেদী চোট পেয়েছেন সতীর্থ মোসাদ্দেক হোসেনের বিপক্ষে বোলিং করার সময়। মোসাদ্দেককে বল করলে এই ব্যাটারের শট সরাসরি এসে আঘাত করে মাহেদীর পায়ে। ব্যথায় আর বোলিং না করে তৎক্ষণাৎ মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে যান।
উল্লেখ্য, দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফের আন্তর্জাজিত ক্রিকেটে ফিরেছিলেন হাসান। জিম্বাবুয়েতে দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নেন এশিয়া কাপের স্কোয়াডেও। কিন্তু দুর্ভাগ্যবশত ফের চোটে পড়লেন তিনি। ফলে আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তরুণ এই পেসারের।