ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে নেপালে গিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে তিনজন ডিবি দলের সদস্য এবং একজন এনসিবির ( ন্যাশাল সেন্ট্রাল ব্যুরো) সদস্যসহ মোট ৪ জনের একটি প্রতিনিধি দল।
আজ শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে তারা নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন ডিবি প্রধান।
আনোয়ারুল আজিম আনারের মরদেহ গুমের ঘটনায় সন্দেহভাজন সিয়াম নামে একজনকে নেপালে আটক করা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। তবে আটকের বিষয়টি জানেন না বলে জানিয়ে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে। তবে আমরা তদন্তের কাজে যাচ্ছি। শিগগিরই আপনারা তথ্য পাবেন।
ডিবিপ্রধান বলেন, আমরা ভারতে জিহাদের সাথে কথা বলেছি। আনার হত্যায় মূল ঘাতক ছাড়া বেশ কিছু আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষই এ বিষয়ে কথা বলেছি। এছাড়া ডিবির হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য ক্রসচেক করা হবে বলে জানান হারুন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি