প্রায় নিয়মিতই বিশ্বব্যাপী ভূমিকম্প হতে থাকে। ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান অনেকেই এই প্রাকৃতিক বিপর্যয়ে। আগে থেকে কোন সাবধান বাণী না পাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের থেকে বেশি ভূমিকম্পে। গুগল এবার সেই সমস্যার সমাধানের চেষ্টা করছে অ্যানড্রয়েড ফোনের মাধ্যমে।
সম্প্রতি অ্যানড্রয়েডের প্রধান সফটওয়্যার ইঞ্জিনিয়ার মার্ক স্টোগাইটিস এক ব্লগ পোস্টে জানিয়েছেন, “অ্যানড্রয়েড ফোনের মাধ্যমে সহজেই ভূমিকম্প সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে গুগল। কয়েক সেকেন্ডের সাবধানতা বাণীর মাধ্যমে নিজেকে ও প্রিয়জনের প্রাণ রক্ষা করতে পারবেন গ্রাহকরা।“
গুগল সার্চের মাধ্যমে এই প্রযুক্তি সামনে আনতে চাইছে গুগল। শুরুতে স্মার্টফোনের তথ্য ব্যবহার করে ভূমিকম্পের সঠিক স্থান ম্যাপে দেখানো হবে।
গুগলের নতুন ফিচারের মাধ্যমে যে কোন অ্যানড্রয়েড ফোন ‘অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম’ ব্যবহার করে বিশ্বের যে কোন যায়গার ভূমিকম্প নির্ধারণে সাহায্য করবে। সব স্মার্টফোনেই একটি অ্যাক্সেলেরোমিটার থাকে। এই সেন্সর ব্যবহার করেই ভূমিকম্প নির্ধারণ করবে গুগল। “স্মার্টফোনের সেন্সরে ভূমিকম্পের মতো নড়াচড়া ধরা পড়লে সার্ভারে সিগনাল পাঠাবে সেই ফোন। সঙ্গে পৌঁছে যাবে ফোনের লোকেশন ডেটা। সার্ভার থেকে সেই জায়গায় ভূমিকম্পের খবর পাওয়া গেলে স্মার্টফোনে গ্রাহককে সতর্ক করে দেবে গুগল।”
ফলে বিশ্বের কয়েক কোটি অ্যানড্রয়েড ফোন একত্রিত হয়ে বিশ্বের সবথেকে বড় ভূমিকম্প মাপার যন্ত্র হয়ে উঠতে পারে।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশে এই ফিচার নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট কোম্পানিটি। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য ও পরে বিশ্বের অন্যান্য দেশে নতুন এই ফিচার নিয়ে আসা হবে। এই কাজের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ও ক্যালিফোর্নিয়ার গভর্নর অফিসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে গুগল।