প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে টালমাটাল পরিস্থিতির মধ্যেই নতুন একটি তথ্য দিয়েছে ভারতের মেডিকেল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) গবেষকরা।
দেশটির কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি এবং তামিলনাড়ুর দুই প্রজাতির বাদুড়ের মধ্যে ভিন্ন ধরনের এক করোনাভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন আইসিএমআর’র গবেষকরা।
বাদুড়ের শরীরে খুঁজে পাওয়া এ ভাইরাসের নাম দেয়া হয়েছে ব্যাট করোনাভাইরাস (বিটি-কোভ)। ভারতীয় বিজ্ঞানীরা এ নাম দিয়েছেন।
ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে আইসিএমআর’র বিজ্ঞানীদের করোনা নিয়ে নতুন এ গবেষণা প্রকাশিত হয়েছে। কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি এবং তামিলনাড়ুর রোসেটাস ও টেরোপাস প্রজাতির প্রায় ২৫টি বাদুড়ের শরীরে করোনা (বিটি-কোভ) পাওয়া গেছে।
এই ব্যাট করোনাভাইরাস মানবদেহে কোনো রোগ সৃষ্টি করতে পারে কি না সেব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন আইসিএমআর’র গবেষক দলের সদস্য এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) বিজ্ঞানী ডা. প্রজ্ঞা ডি যাদব। এ বিষয়ে কোনো গবেষণা নেই বলেও জানিয়েছেন তিনি।
ডা. প্রজ্ঞা যাদব বলেন, আমাদের গবেষণায় ভারতীয় দুই প্রজাতির বাদুড়ের শরীরে বিটি-কোভ শনাক্ত হয়েছে। তিনি বলেন, কেরালা, হিমাচল প্রদেশ, পুদুচেরি ও তামিলনাড়ুর রোসেটাস ও টেরোপাস প্রজাতির বাদুড়ের গলা এবং মলদ্বার থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ভিন্ন ধরনের এ ভাইরাসটি পাওয়া গেছে। তবে কর্ণাটক, চান্ডিগর, পাঞ্জাব, তেলেঙ্গানা, গুজরাট এবং উড়িষ্যা থেকে এই প্রজাতির বাদুড়ের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।
নতুন এই ব্যাট করোনাভাইরাসের সঙ্গে কোভিড-১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ২ ভাইরাসের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ডা. প্রজ্ঞা যাদব। তিনি আরো জানান এর আগে ২০১৮ ও ২০১৯ সালে কেরালায় টেরোপাস প্রজাতির বাদুড়ের শরীরে নিপাহ নামের এক ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।
এছাড়া এ ভাইরাস যদি মানবদেহে সংক্রমণ ঘটিয়ে মহামারি পরিস্থিতি তৈরি করে তবে সেই বিষয়ে এখনই নজরদারি বাড়ানো উচিত বলেও সতর্ক করেছেন গবেষকরা। দেশটির বন্যপ্রাণী, পোলট্রি, পশুপালন ও মানব স্বাস্থ্য বিভাগকে একসঙ্গে কাজ শুরু করার তাগিদ দিয়েছেন বিজ্ঞানীরা। সূত্র- ইন্ডিয়া টুডে।