এইতো বছর দুই আগে নিজেদের স্মার্টফোন উৎপাদন কারখানা বন্ধ করে দেয় স্যামসাং। আর সেই রেশ কাটতে না কাটতেই আর খবর এলো যে, এবার চীন থেকে নিজেদের টিভি উৎপাদন কারখানাটিও সরিয়ে নিয়ে যেতে চলেছে দক্ষিণ কোরিয়ান এই সংস্থা।
সম্প্রতি স্যাম মোবাইল (SamMobile)-এর একটি রিপোর্ট এ বলা হয়েছে যে, চীনের তিয়াঞ্জিন-এর টিভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বন্ধ করার কথা ভাবনাচিন্তা করছে স্যামসাং। এমন ভাবনা আজকের নয়, গত ২০১৮ সাল থেকেই এই ছক কষছে স্যামসাং। বিকল্প কোনও দেশে জায়গা না পাওয়ায় এই বিষয়ে বেশি দূর এগোতে পারেনি এই সংস্থা। তবে এবার পুরোপুরি ভাবেই তাদের নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে স্যামসাং।
রিপোর্টে এ-আরো উল্লেখ করা হয়েছে যে, এই মুহূর্তে চীনের ওই টিভি কারখানায় ৩০০ জন কর্মচারী কাজ করেন। সূত্রের খবর, ২০২০ সালের নভেম্বরের মধ্যেই পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাবে স্যামসাং-এর ওই টিভি কারখানাটি।
রিপোর্টে দাবি করা হয়েছে যে, একই সঙ্গে কোম্পানি তাদের LCD প্যানেল বানানোও বন্ধ করতে পারে। জানানো হয়েছে এবার থেকে স্যামসাং তাদের QLED TV-র জন্য QD-OLED টেকনোলজি ব্যবহার করতে একটু বেশি করেই আগ্রহী। LG-র OLED প্রযুক্তির মত স্যামসাং QD-OLED প্যানেলগুলি একইভাবে কাজ করে। পরবর্তী প্রজন্মের টিভিগুলির জন্য QD-OLED প্যানেল ব্যবহার করে স্যামসাং তাদের নাম দেবে, microLED TV।