যুক্তরাষ্ট্র-ব্রিটেন-ভারতসহ বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা আগেই সন্দেহ করেছিলেন করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে। তারা প্রথমেই সন্দেহ করেছিল চীনের উহানের গোপন ল্যাবরেটরিতেই এই করোনা ভাইরাস তৈরি করা হয়েছে। এবার এক চীনা ভাইরোলজিস্ট তথা গবেষক দাবি করলেন তাঁর কাছে বৈজ্ঞানিক প্রমাণ আছে চীনের উহানেই তৈরি হয়েছে করোনা ভাইরাস।
এমনকি সেই গবেষকের দাবি, অনেক আগে থেকেই চীনা প্রশাসন জানতেন করোনার সংক্রমণের ব্যাপারে। যুক্তরাষ্ট্রের একটি গোপন জায়গা থেকে এক ব্রিটিশ টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ‘হংকং স্কুল অফ পাবলিক হেলথ’-এর ‘ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি’ বিশেষজ্ঞ লি মেং ইয়ান এই দাবি করেছেন।
তিনি এর আগেই চীনের করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য ফাঁস করেছিলেন। তাই সুরক্ষার ভয়ে তিনি হংকং থেকে মার্কিন মূলুকে আশ্রয় নিয়েছিলেন।
সেখান থেকে গত ডিসেম্বর মাস থেকেই লি মেং ইয়ান চীনের ওপর নজরদারি চালাচ্ছেন। ওই সাক্ষাৎকারে এই ভাইরাস বিশেষজ্ঞ দাবি করেছেন, হংকং থাকার সময়ই তিনি চিনের একটি গোপন অভিযানের হদিশ পান। ডিসেম্বর থেকে জানুয়ারির গোড়ার মধ্যে নতুন ধরনের নিউমোনিয়া-র উপর দুটি গবেষণা চালিয়েছিলেন চীনা গবেষকরা। এই তথ্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কিন্তু উল্টে তাঁকেই ‘চুপ’ থাকতে বলা হয় বলে দাবি করেছেন মেং। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছিল।
লি মেং ইয়ান দাবি করেন, ‘কেউ জবাব দেননি। চিনে মানুষ সরকারকে ভয় পায়। পুরো বিষয়টি বেশ ভয়ের। কারণ তাঁকে অনবরত হুমকি দেওয়া হয়েছে। কিন্তু ‘আমি জানতাম, যদি আমি বিশ্বকে সত্যিটা না বলি, তাহলে আমি অনুতপ্ত হতাম’। বিশেষজ্ঞদের মতে চিনা এই ভাইরোলজিষ্টের বক্তব্য প্রমান করছে চিনেই সরকারি উদ্যোগে করোনা ভাইরাসের উৎপত্তি। সুত্রঃ ক্যালকাটা নিউজ।