মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের তালতলা খাগটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএস এর কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠেছে। ওই স্কুলের ৩টি ক্লাসরুমের ফ্লোর ঢালাইয়ে নিম্ন সামগ্রীর ব্যবহার করায় বাড়িন্দাসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকরা বলেন, তালতলা খাগটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএস’র রক্ষণাবেক্ষণ কাজে অনিয়ম হয়েছে। যার ফলে, প্রতিটি ক্লাসরুমের ফ্লোর ও বিভিন্ন স্থানে ফাটল এবং ঢালাইয়ের খোয়া ওঠে যাচ্ছে। এডিপির এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সুমি কনস্ট্রাকশন। কাজ সম্পন্ন হওয়ার ৬মাসের মধ্যে বিভিন্ন স্থানে ক্লাস রুমের ফ্লোর ঢালাইয়ে ফাটল দেখা দিয়েছে এবং খোয়া ওঠে যাচ্ছে। সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের এডিপি’র বাস্তবায়ন বিভিন্ন কাজগুলো।
গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামের টিলাবাড়ী এলাকায় রাস্তা সিসি ঢালাই এ অনিয়ম হয়েছে। ফলে ঢালাইয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বালুর পরিবর্তে সিসি ঢালাইয়ের কাজে মাটি ব্যবহার করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
মৎস্যজীবিদের যাতায়াতের সুবিধার্থে মন্ত্রীগাঁও রাস্তা সিসি ঢালাই করা হয়েছে। ওই সিসি ঢালাই বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ২টি সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়ার ৬মাসের মধ্যে বিভিন্ন স্থানে ঢালাইয়ে ফাটল এবং খোয়া ওঠে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান বালুর পরিবর্তে সিসি ঢালাইয়ের কাজে মাটি ব্যবহার করেছেন। উভয়টির ঠিকাদারি প্রতিষ্ঠান বদরুল ইসলামের। ফুলতলা ইউনিয়নের ডাকটিলা লালমাটি রাস্তায় কালভার্ট নিমার্ণ হয়েছে। জানা গেছে, কাজ সম্পন্ন হওয়ার এক বৎসরের মধ্যে ওই নির্মাণধীন কালভার্টটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছ। সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, কালভার্টটির ঢালাইয়ের প্লাস্টারসহ একাধিক জায়গায় ফাটল এবং ঢালাইয়ের খোয়া উঠে যাচ্ছে। রাজকি এলবিনটিলা মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। এই বাউন্ডারি ওয়ালেরও বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়।
জানা গেছে, কাজ সম্পন্ন হওয়ার এক বৎসরের মধ্যে এই নির্মাণধীন বাউন্ডারি ওয়ালটি বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
এলবিনটিলা দূর্গা মন্দিরের ফ্লোর ঢালাই করা হয়েছে। দূর্গা মন্দিরের ফ্লোর ঢালাই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ৩টি কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সঞ্জিত দাশ। জানা গেছে কাজ সম্পন্ন হওয়ার ৬মাসের মধ্যে বিভিন্ন স্থানে ফ্লোর ঢালাই ফাটল এবং খোয়া ওঠে যাচ্ছে।
মৌলভীবাজার জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার। এ ব্যাপারে জানতে চাইলে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) জুড়ী উপজেলা প্রকৌশলী সুদর্শন সরকার জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২২শে রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২০ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি