স্পোর্টস ডেস্কঃ রোমাঞ্চকর এক ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে দীর্ঘ এগারো বছর পর কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। গতকাল বুধবার (১১ মে) রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়ে অষ্টমবারের মতো এই শিরোপা জিতে নিলো সিমোন ইনজাঘির দল।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুনভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। ৫০তম মিনিটে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ২-১ গোলে এগিয়ে থাকা জুভেন্টাস উজ্জীবিত হয়ে উঠে। কিন্তু ৮০ মিনিটে সফল স্পট কিকে কানহানোগ্নু ইন্টারকে সমতায় ফেরালে জমে উঠে ম্যাচ। লাউতারো মার্টিনেনেসকে জুভেন্টাসের দুই ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও ডি লিখট ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইন্টার।
খেলার শেষ দশ মিনিটের আগ পর্যন্ত লিড ধরে রাখে জুভেন্টাস। তাদের সমর্থকেরা শিরোপা জয় উদযাপনের প্রস্তুতিও নিতে থাকে। তবে ৮০ মিনিটে বক্সের ভেতর ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে ফাউল করেন জুভ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে বল জালে জড়িয়ে ইন্টারকে ম্যাচে ফিরিয়ে আনেন তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগলু। হারতে বসা ম্যাচ সমতায় ফিরিয়ে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যায় ইন্টার মিলান।
এদিকে, লিগ শিরোপার দৌড় থেকে এরই মধ্যে ছিটকে গেছে জুভেন্টাস। কোপা ইতালিয়ার শিরোপাটাও এবার হাতছাড়া হয়ে গেল তার। ২০১০-১১ মৌসুমের পর জুভেন্টাসকে এই প্রথমবারের মতো শিরোপাবিহীন মৌসুম কাটাতে দেখা যাচ্ছে।
অন্যদিকে কোপা ইতালিয়া জয়ী ইন্টার মিলানের সামনে সুযোগ থাকছে স্থানীয় ‘ডাবল’ জয়ের। সিরি আ’তে ৩৬ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইনজাঘির ইন্টার মিলান। সমান সংখ্যক ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটির নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।