ডেস্ক রিপোর্ট: দীর্ঘ লকডাউনের পর আবারো অফিস খুলতে আরম্ভ করেছে। পৃথিবী আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে প্রাণপনে। বাড়িতে বসে অফিসের কাজ করার দিন শেষ হয়ে এলো। যারা অনেকদিন পর আবার অফিস শুরু করতে যাচ্ছেন, তাদের সতর্ক থাকতে হবে বেশ কিছু বিষয়ে।
সংক্রমণ এড়াতে সব সময় থাকতে হবে সতর্ক, বিশেষ করে অফিসের টয়লেট ব্যবহারের সময়। আগে অফিসে গিয়ে বাথরুমের আয়নায় নিজেকে ঠিকঠাক করে তারপর চেয়ারে এসে বসতেন? সেই অভ্যাস এখন আর চলবে না। আর পাঁচজন সহকর্মীর সঙ্গে বাথরুম শেয়ার করতেই হয়- সেখানে সামাজিক মানবেন কীভাবে? নিজের নিরাপত্তায় বা সুনিশ্চিত করবেন কী করে?
এই করোনাকালে অফিসের টয়লেটসহ যে কোনো পাবলিক টয়লেট ব্যবহার অনিরাপদ। যদি প্রয়োজনবশত টয়লেটে যেতে হয় তবে বেশ কিছু বিষয় মাথায় রেখে তবেই ব্যবহার করুন।
যেসব বিষয় মাথায় রাখবেন-
- যত তাড়াতাড়ি সম্ভব কাজ সারুন।
- সঙ্গে নিজস্ব টিস্যু রোল আর টয়লেট সিট স্যানিটাইজার রাখুন।
- বাথরুমে ঢোকার দরজার হাতলে সরাসরি হাত দেবেন না। তা ধরুন টিস্যু দিয়ে। কলের মাথাটাও ওইভাবে খুলে নিন, তার পর টিস্যু ফেলে দেবেন। হাত ধুয়ে নিন একবার।
- টয়লেটে ঢুকে প্রথমেই কমোডে স্যানিটাইজার ছড়িয়ে টিস্যু দিয়ে টয়লেট সিট মুছে নিন একবার। এরপর তা ব্যবহার করুন।
- নিজেকে ধুয়ে নিন ভালো করে, তারপর গোপনাঙ্গ টিস্যু দিয়ে শুকনো করে মুছে নিতে হবে।
- টিস্যু দিয়ে ধরে কমোডের ঢাকনা ফেলে অতপর ফ্লাশ করুন। এরপর আবারো টিস্যুসমেত ঢাকনা উঠিয়ে রাখুন।
- এরপর টয়লেট সিট ফের একবার স্যানিটাইজ স্প্রে করুন। যাতে পরের ব্যবহারকারীর জন্য তা নিরাপদ হয়।
- টয়লেট থেকে বেরিয়ে এসে খুব ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন।
- এরপর নিজের জায়গায় ফিরে গিয়ে স্যানিটাইজার ব্যবহার কর নিন।
- মনে রাখবেন পাবলিক টয়লেটের কোনো সারফেস বা দরজার হাতলই নিরাপদ নয়। কোথাও সরাসরি হাত দেয়ার দরকার নেই। টিস্যু দিয়ে স্পর্শ করুন সব কিছু। ফেমিনা।