স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তাতে অংশ নিতে চান না পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার ভিত্তিতে বাকি বিষয়গুলোর ফলাফল চান তারা।
রোববার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চার দফা দাবিতে ‘এইচএসসি-২৪ ব্যাচ, ঢাকা বোর্ড’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এতে অংশ নেয়া শিক্ষার্থীদের বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অন্য সব শিক্ষার্থীদের মতো এইচএসসি পরীক্ষার্থীরাও অংশ নিয়েছিল। অনেক শিক্ষার্থীই আন্দোলনে আহত হয়ে কাতরাচ্ছেন, অনেক মানসিকভাবে ভেঙে পড়ছেন। তাই আমরা পরীক্ষা দিতে চাই না। পূর্ববর্তী যেই শ্রেণিতে এসএসসি দিয়েছি, তার ভিত্তিতে যেন বাকি পরীক্ষাগুলোর মূল্যায়ন করা হয়।
শিক্ষার্থীরা বলেন, আগামীকাল সকাল ৯টায় ঢাকার শিক্ষার্থী যারা আছি ঢাকা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করব।
ছাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আগামীকাল সকাল ৯টায় ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি দিয়েছি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অবিলম্বে আমাদের দাবি মেনে নিন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, আমরা এরই মধ্যে ৬-৭টি পরীক্ষা দিয়েছি। এরমধ্যে প্রশ্ন পুড়ে গিয়ে পরীক্ষা আরো বিলম্বিত হলো। এর জন্য কী আমরা দায়ী? আমরা চাই সময়টুকু যেন নষ্ট না হয়। এসএসসি যে পরীক্ষা আমরা দিয়েছি, তার যদি ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়, সেটি আমাদের জন্যও ভালো হয়। আমরা এখনো বলছি, আমরা অটো পাশ চাই না, ম্যাপিং পদ্ধতির মাধ্যমে বাকি বিষয়গুলোর ফলাফল চাই।
এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়, পরবর্তী সেখান থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
তাদের উত্থাপিত চার দফা দাবিগুলো হলো—
জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শারীরিকভাবে আহত হয়, সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা; নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের সমানে জীবন বাধাগ্রস্ত হবে; বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। কারণ কোন বোর্ড পরীক্ষা ৫/৬ মাস চলতে পারে না; অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে।
এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার স্থগিত করা বিষয়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে পরীক্ষাগুলো।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম