ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড়ের গতিপথের আশপাশের চারটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্রগুলো বলেছে, শনিবার বিকেল ৪টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল ও যশোরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না। তবে এর কারণে কতগুলো পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হতে চলেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাওয়া যায়নি।আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সাইক্লোন বুলবুল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এসময় উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে দমকাসহ ঝড়ো হাওয়া বয়ে যতে পারে। ক্ষয়ক্ষতি প্রশমনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে দুপুর ২টার মধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়েছে।
সুত্র : আর টি ভি