বিশ্বকাপে ভারতের জয়রথ ছুটছেই। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারালো ১২৫ রানে। এ হারে সেমির আশা শেষ হয়ে গেলো উইন্ডিজের। একইসাথে বিরাট কোহলিদের সেমির পথটা আরো সহজ হয়ে গেলো।
লক্ষ্যটা ধরা ছোঁয়ার বাইরে ছিল না। কিন্তু, ওয়েস্ট ইন্ডিজের কাছে তাই হয়ে দাঁড়ালো পাহাড় সমান। মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহদের সামনে দাঁড়াতেই পারেননি গেইল, হোপ, হিটমেয়াররা।
মাত্র ৬ রানে গেইলের বিদায় দিয়ে যে পতন শুরু হয়েছিল তাতে একে একে যোগ দেন অন্যরাও। মাঝখানে সুনীল আম্রিস এবং নিকোলাস পুরান লড়াই করলেও তা কোনো কাজেই আসেনি। ৪০ বলে ৩১ করেন আম্রিস। আর ৫০ বল মোকাবেলা করলেও নিকোলার পুরানের ব্যাট থেকে আসে মাত্র ২৮ রান। এছাড়া উল্লেখ করার মতো ইনিংস নেই একটিও।
এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান তুলে ভারত।
ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দারুণ ফর্মে থাকা ওপেনার রহিত শর্মাকে ১৮ রানে ফেরান কিমার রোচ। আরেক ওপেনার লোকেশ রাহুলকে নিয়ে প্রাথমিক চাপ সামাল দেন অধিনায়ক বিরাট কোহলি। তাদের ৬৯ রানের জুটি ভাঙে রাহুলের বিদায়ে। ৪৮ রানে তাকে বোল্ড করেন জেসন হোল্ডার।
এরপর জুটি গড়েন হার্দিক পান্ডিয়া এবং মহেন্দ্র সিং ধোনি। ধোনি ধীর গতিতে খেললেও রানের চাকা সচল রাখার চেষ্টা করেন পান্ডিয়া। ৭০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন।
৪৯তম ওভারে পান্ডিয়া ফেরেন ৪৬ রানে। ওই ওভারেই শূন্য রানে মোহাম্মদ সামিকেও ফেরান কটরেল। শেষ দিকে ঝড় তুলে ধোনি অরাজিত থাকেন ৫৬ রানে।
স্কোর:
ভারত ২৬৮/৭ (৫০)
লোকেশ রাহুল ৪৮ (৬৪)
রহিম শর্মা ১৮ (২৩)
বিরাট কোহলি ৭২ (৮২)
বিজয় শঙ্কর ১৪ (১৯)
কেদার জাদব ৭ (১০)
এমএস ধোনী ৫৬* (৬১)
হার্দিক পান্ডিয়া ৪৬ (৩৮)
কুলদীপ ইয়াদভ ০* (১)
বোলার
শেলডন কটরেল ১০-০-৫০-২
কিমার রোচ ১০-০-৩৬-৩
ওশানে থমাস ৭-০-৬৩-০
ফ্যাবিয়ান অ্যালেন ১০-০-৫২-০
জেসন হোল্ডার ১০-২-৩৩-২
কার্লস ব্রাথওয়েট ৩-০-৩৩-০
ওয়েস্ট ইন্ডিজ ১৪৩/৯ (৩৪.২)
ক্রিস গেইল ৬ (১৯)
সুনীল আমব্রিস ৩১ (৪০)
শেই হোপ ৫ (১০)
নিকোলাস পুরান ২৮ (৫০)
শিমরন হিটমেয়ার ১৮ (২৯)
জেসন হোল্ডার ৬ (১৩)
কার্লস ব্রাথওয়েট ১ (৫)
ফ্যাবিয়ান অ্যালেন ০ (১)
কিমার রোচ ১৪ (২১)
শেলডন কটরেল ৬ (১০)
বোলার
মোহাম্মদ শামি ৬.২-০-১৬-৪
জসপ্রিত বুমরাহ ৬-১-৯-৪
হার্দিক পান্ডিয়া ৫-০-২৮-১
কুলদীপ ইয়াদভ ৯-১-৩৫-১
কেদার জাদব ১-০-৪-০
জুজবেন্দ্র চাহাল ৭-০-৩৯-২