চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় একমাত্র পত্রিকা এজেন্ট এবং চৌগাছা লিলি বুক হাউজ এর প্রোপাইটার প্রবীণ শিক্ষাবীদ মাওলানা দেওয়ান সাইদুল ইসলাম (৭৮) ইন্তেকাল করেছেন। তিনি চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের বাসীন্দা ছিলেন। তিনি শনিবার (৫ অক্টোবর) ভোর সাড়ে চারটায় যশোর ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি ১ স্ত্রী ৬ কন্যা, ৩ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে দৈনিক ভোরের ডাক পত্রিকার সাংবাদিক দেওয়ান শফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে আব্বা প্রচন্ড জ্বরে আক্রান্ত হন। জ্বরে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছিলেন। প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করি। পরে আব্বুর শারীরিক অবস্থার অবনতি হলে যশোরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসায় অনেক উন্নতি হলে বাড়ীতে নিয়ে আসি। ৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে হঠাৎ বেশ অসুস্থ্য হয়ে পড়েন। ৪ অক্টোবর শুক্রবার সকালে যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করি। সেখানে আই সি ইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।
এলাকাবাসীসহ চৌগাছার নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ বলেন প্রবীণ এ শিক্ষাবীদ, অগণিত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদরাসা, মসজিদ, ঈদগাহের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের আপোষহীন অকূতভয় একজন সৈনিক ছিলেন। বিশিষ্ট এ ব্যবসায়ী স্বাধীনতার পর থেকে বাংলাদেশে প্রকাশিত জাতীয় ও আঞ্চলিক সকল পত্রিকার চৌগাছায় একমাত্র পরিবেশক ছিলেন। প্রাথমিক পর্যায়ে চৌগাছায় কয়েকজন আলেমের মধ্যে তিনি ছিলেন একজন। এলাকায় ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি অনেক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন। তিনি গাজীর দর্গা কামিল মাদরাসা, পদ্মবিলা কামিলা মাদরাসা, চৌগাছা কামিল মাদরাসা ও পাতিবিলা নিয়ামতপুর দাখিল মাদরাসা, চৌগাছা কেন্দ্রীয় ঈদগাহ, ইছাপুর দেওয়ান পীরবাড়ী জামে মসজিদ, শহরের দেওয়ান মসজিদ, সাহাবা জামে মসজিদসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন।
মরহুমের আজ শনিবার (৫ অক্টোবর) আছরের নামাজ বাদ ইছাপুর গ্রামে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গুণী শিক্ষাবিদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতা, সুশীল সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন, চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড.মুস্তানিছুর রহমান, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, এস এম সাইফুর রহমান বাবুলসহ নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নের্তৃবৃন্দ ও চৌগাছার সকল জাতীয়, আঞ্চলিক সাংবাদিকবৃন্দ।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ জানাযায় উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন, যশোর জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আজিজুর রহমান, মাষ্টার নুরুন্নবী, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, চৌগাছা উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল লতিফ, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার কামাল আহমেদ, চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন, মাওলানা আব্দুল খালে, মাওলানা আব্দুল হাই, মাওলানা আব্দুল মালেক, মাওলানা নুরুল আলম, সাবেক পাশাপোল ইউপি চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ, দেওয়ান তৌহিদুর রহমান, এস এম সাইফুর রহমান বাবুলসহ চৌগাছা-ঝিকরগাছা ও যশোরের বিভিন্ন পর্যায়ে অবস্থানরত আলেমগণ এবং গণমাধ্যমক্ররমী।
জানাযা নামাযের পূর্ব মূহুর্তে মরহুমের পরিবারের পক্ষ থেকে দেশবাসী সকলের নিকট তার রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেছেন।