উত্তর কোরিয়া প্রতিবেশি দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দেশটির এ পদক্ষেপে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
দেশটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে চাইলে আান্তঃকোরীয় বিষয় নিয়ে নাক গলানো উচিত নয় যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার (১১ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক সব যোগাযোগ বন্ধের ঘোষণা দেয় উত্তর কোরিয়া। এরপর মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার এ সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র হতাশ।
বৃহস্পতিবার (১১ জুন) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মার্কিন বিষয়ক মহাপরিচালক কোওন জং গুণের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই আচরণের সমালোচনা করার পাশাপাশি এটিকে বিরক্তিকর বলে উল্লেখ করা হয়েছে।
কেসিএনএ’র বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি সবচেয়ে খারাপ সময় ও বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। এমন সময়ে তারা যদি তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো বিবেচনা না করে অন্যের বিষয়গুলোতে নাক গলায় তবে দেশটি অপ্রীতিকর বিষয়ের মুখোমুখি হতে পারে। সূত্র- আল জাজিরা।