দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়লাভ করে বিস্ময়ের সৃষ্টি করেছেন প্রতিবেশি দেশ উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক কর্মকর্তা।
থায়ে ইয়ং হু নামের এই উত্তর কোরীয় নাগরিক রাজধানী সিউলের অন্তর্গত গ্যাংনাম নির্বাচনি এলাকা থেকে ৫৮ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিরোধী দল ইউনাইটেড ফিউচার পার্টি থেকে নির্বাচনে লড়েন।
বিবিসি জানায়, থায়ে ইয়ং হু যুক্তরাজ্যে উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি স্ব পরিবারে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় চলে আসেন। তিনিই প্রথম এরকম উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যিনি উত্তর কোরিয়া থেকে বেরিয়ে এসেছিলেন। দক্ষিণ কোরিয়ায় এসে কু মিন নাম ধারণ করেন।
তবে তিনি নির্বাচনে জয়লাভ করলেও তার দল ইউনাইটেড ফিউচার পার্টি পরাজিত হয়েছে। ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি মোট ৩০০ আসনের অর্ধেকেরও বেশি আসনে বেশি জয়লাভ করে এরইমধ্যে তাদের বিজয় নিশ্চিত করে ফেলেছে।
সূত্র: বিবিসি।