উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার ভয়ে। দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢোকার পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। খবর-পার্সটুডে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ রোববার জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে আসা ওই ব্যক্তির দেহে করোনাভাইরাসের লক্ষণ রয়েছে বলে জানার পরই দেশটির নেতা কিম জং উন ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর বৈঠক আহ্বান করেন। তিনি রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সীমান্তবর্তী শহর কায়েসংয়ে লকডাউন দেন।
কেসিএনএ স্পষ্ট করে বলে নি যে, ওই ব্যক্তির করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষা করা হয়েছে কিনা তবে লোকটির রক্তসহ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই ব্যক্তি কারো সংস্পর্শে গেছেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
তিন বছর আগে এ ব্যক্তি পালিয়ে দক্ষিণ কোরিয়া চলে গিয়েছিলেন তবে সম্প্রতি তিনি করোনার লক্ষণ নিয়ে উত্তর কোরিয়ায় ফিরেছেন। উত্তর কোরিয়া এর আগ পর্যন্ত করোনা মুক্ত রয়েছে।